ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ ও জরিমানা
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় রনগোপালদী ইউনওর হস্তক্ষেপে গত শুক্রবার রাত ৯ টায় বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা করা হয়। জানা যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিবাসি মোঃ নাসির গাজীর মেয়ে এবং মধ্য রনগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী সাথে ঐ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড নাবিসি মোঃ জাকির হাওলাদারের ছেলে মোঃ জাহিদুলের সাথে কনের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধকরা হয় এবং বাল্যবিবাহ সংগঠিত হবার সময় বর মোঃ জাহিদুল ইসলাম কে পাঁচ জাহার টাকা, বরের বাবা জাকির হাওলাদারকে পাঁচ হাজার টাকা এবং কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা সহ মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ইউননও মো.মহিউদ্দিন আল হেলাল জানান, উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জাকির গাজীর নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে বাল্যবিবাহ সংগঠিত হাবার সংবাদ পেলে ঘটনা স্থলে গিয়া বিবাহ বন্ধ সহ বর, বরের বাব এবং কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে তিন জনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বয়র ১৮ না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার শর্তে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
Print
[1]