ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

রনগোপালদী ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি আগামী ২৯ ডিসেম্বর স্থানীয় সরকার নির্বাচনে দশমিনা উপজেলার ০১ নং রনগোপালদী ইউনিয়নের পরিষদের নির্বাচন তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
১৯ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার রনগোপালদী ইউইনয়ন আওয়ামীলীগের আয়োজনে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রার্থী বাছাইয়ের জন্য বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অতিথি হিসােেবউপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ জেলা, উপজেলা, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশনে কোরআন তেলোয়াত ও গীত পাঠ। পরে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রার্থী বাচাই প্রক্রিয়া শুরু হলে প্রথমে আটজন প্রার্থী নৌকার মনোনায়নের জন্য ফরম সংগ্রহ করে জমা দেন।

প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে তৃনমূল নেতা-কর্মীদের বলেন আটজন প্রার্থী তার মধ্যে তিন জনের নাম আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে দিতে হবে। আপানদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো। পরে তিনি বলেন জেলা আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক,উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক ও রনগোপালদী আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক সন্মিল বোর্ড উপজেলায় ডাক বাংলায় বসে নামের তালিকা ঘোষনা দেয়া হবে। দুপুর ২ টায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আট জনের মধ্যে ছয়( এটিএম আসাদুল হক নাসির সিকদার, মোঃ আবদুল আজিজ, জাফর তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজ রাড়ী, আবুল কালাম আজাদ) জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর নাম প্রকাশ করেন। তিনি আরো বলেন এই ছয় জনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার মনোনায়ন দিবেন তার হয়ে আমরা সকলে কাজ করবো।