মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় কৃষি অফিস সভা কক্ষে ২০ নভেম্বর রবিবার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপির উপস্থিতিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন উদ্ধোধন করা হয় ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য গাজী মিজান, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও প্রান্তিক কৃষক গন।
কৃষি কর্মকর্তা স্বাগত বক্তব্যে বলেন, উপজেলায় কৃষি প্রণোদনার আওয়াতায় ২০২২-২৩ অর্থ বছরে তিনশত পয়ষট্টি জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে(মুগ, সূর্যমূখি, চিনাবাদাম, ভুট্রা, মুশুরি ও সার) বিনামূল্যে বিতরণ করা হবে ।
প্রধান অতিথি বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও দেশের জনগের জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্র দেশের মানুষের মঙ্গল চায়না তারা নানা কুৎসা প্রচার করে ক্ষমতায় যেতে চায়। দেশ সংকটে পরলে সরকার কৃষি খাতে ভর্তুকি সহ সকল প্রকার সহযোগিতা চলোমান রাখতো না। তিনি আরো বলেন আপনাদের একখন্ড জমিও যেনো পরিত্যাক্ত না থাকে সে জন্য কাজ করবেন।