ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের ইন্তেকাল-রাষ্ট্রীয় মর্যাদার দাফন সম্পন্ন

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন (৭৪) সোমবার দিবা গত রাতে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি……. রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী,৭ পুত্র ১ কন্যা সহ অংশংখ্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা শেষে দৌলতখালী বাজার পাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীননে গার্ড অনার অনুষ্ঠানে নেতৃত্ব দেন এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু, এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, ডাঃ আব্দুস সোবহান, চেয়ারম্যান মহিউল ইসলাম মহিসহ এলাকার সূধি মন্ডলী।