খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন এলাকার মুক্তি যোদ্ধা বিষয়ক কাগজপত্র সমন্নিত তালিকা ও চুড়ান্ত তালিকা মুক্তিযোদ্ধা পরিচয়পত্র সর্বশেষ সনদপত্র ও তালিকা ভুক্ত হওয়া সত্বেও সোনালী ব্যাংকের লোনসুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। জানাগেছে উপজেলার বিভিন্ন এলাকার মাসিক সম্মানী মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত ৯৫ জন মুক্তিযোদ্ধা দীর্ঘদিন থেকে সোনালী ব্যাংকের মুক্তিযোদ্ধা লোন না পেয়ে হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। অভিযোগে প্রকাশ অত্র এলাকার অন্যান্য মুক্তিযোদ্ধার এ লোনসুবিধা পেলেও অজ্ঞাত কারনে ৯৫ জন মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংকের লোনসুবিধা থেকে বঞ্চিত রয়েছে। উক্ত মুক্তিযোদ্ধা গন এ লোন পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Print [1]