দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপু উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা মো. হাইদার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোঃআবু সালেক এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল কলেজের প্রধান গণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার দৌলতপুরে কর্মরত সাংবাদিক বৃন্দ।
Print [1]