ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বেনাপোলে ডিবি পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

বেনাপোল প্রতিবেদকঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন স্থলবন্দর আবাসিক এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ অগ্রভুলাট গ্রামের আবুল কালাম এর ছেলে আবুসাঈদ(২২) ও ভবারবেড় গ্রামের হাওলাদার এর ছেরে মাসুদুর রহমান(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।

মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিসি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে একটি অভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন এলাকায়স অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ উদ্ধার মাদক সহ আসামীর বিষয়টি নিশ্চিত করে এবং তিনি আরো বলেন, তাদে বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।