ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন দৌলতপুরের জুয়েল রানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের সন্তান মহলদার মোহাম্মদ জুয়েল রানা ।

জুয়েল রানা বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলামের পুত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুয়েল রানা এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। কলেজ জীবন থেকে রাজনীতি করে আসা এই ছাত্রলীগ নেতাকে গত ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ পদ দেওয়া হয়। যদিও তিনি শুক্রবার (০২ ডিসেম্বর) সেই চিঠিটি হাতে পান। জুয়েল রানা বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে ছাত্রদের কল্যাণে কাজ করে যাবো।