ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে রেলে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর সংলগ্ন  কামারহাটি রেল ক্রসিংয়ে ৩২ বছর বয়াসী এক অজ্ঞাত মহিলা রেলে কেটে মারা গেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার সময় বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সাতৈর কামারহাটি নামক স্থানে ওই নারী কাটা পড়ে। স্থানীয় লোকজন তাকে সনাক্ত করতে পারেনি।
বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান বলেন, রেলে কাটা নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ রেলের পুলিশ নিয়ে গেছে। লাশের যে সকল কার্যক্রম তা রেলের পুলিশ করবে।