ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সালথায় বেগম রোকেয়া দিবস উদযাপিত

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ বাতাস ছুটুক! তুফান উঠুক! দমব না, থামব না” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ২০২২ইং উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নারী নির্যাতন নির্মূলকরণে আলোচনা সভা এবং “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কর্মসুচির আওতায় নির্বাচিত জয়িতাদের সম্মননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া,
উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি মোঃ আঃ কুদ্দুস খাঁন, সাধারণ সম্পাদক মাছরুর খাঁন সবুজ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাছের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিতরা হচ্ছেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী রওশান আরা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সীমা খানম, সাফল্য  জননী নারী পাঁচী রানী মন্ডল, নির্যাতনের বিভীষিকা মুছে যিনি নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী হাচিনা বেগম, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী আছমা পরভীন সাহেদা।
আলোচনা শেষে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী ।