ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

 মোঃবেল্লাল হোসেন
 দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
 পটুয়াখালী দশমিনা উপজেলায় ০১ রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার সকাল ১১টায় উপজোলা নির্বাচন অফিস কক্ষে চেয়ারম্যান, সাধারণ সদস্য(পুরুষ), সংরক্ষিত মহিলা আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান আগামী ২৯ ডিসেম্বর উপজোলার ০১ নং রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রবিবার সকালে চেয়ারম্যাম পদে আবদুল আজিজ(নৌকা), সাইফুল ইসলাম (হাতপাখা), জামাল হোসেন মৃধা সতন্ত্র(ঘোড়া), মোহাম্মাদ হোসেন(আনারস), হাফেজ মোঃ জাকির হোসেন ( টেলিফোন), মারুফ হোসেন(চশমা) সহ ৬ জনকে প্রতীক দেয়া হয় এ ছাড়াও ৯ টি ওয়ার্ডে   মহিলা সংরক্ষিত (মেম্বার ) পদে ১০ জন এবং পুরুষ সাধারন সদস্য(মেম্বার) পদে ২৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।