ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

সড়ক দুর্ঘটনা বাস চাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বটতলা নামক স্থানে বাস চাপায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মো. জাহাঙ্গীর মিয়া (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে বোয়ালমারী ফেরার সময় বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের পৃর্বকামারগ্রামের নুর মোহাম্মদ মিয়ার ছেলে। জাহাঙ্গীর স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের পোর্টার হিসেবে নিয়োজিত ছিলেন।
   জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত কুমার রায় ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।