বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকায় গরু চুরি করতে গিয়ে তিন গরু চোর আটক হয়েছে। চুরি করার সময় ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালানোর সময় গাড়ি উল্টে খাতে পড়ে এক চোর আহত হয়েছে। আহত চতুল ইউনিয়নের বাইখির গ্রামের বাশার শেখের ছেলে শরিফুল ইসলামকে (৪০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকেলে তাকে ফরিদপুর রিফার্ড করা হয়েছে।
আটক অন্যান্য দুই জন হলো রুপাপাত ইউনিয়নের সূর্য্যক গ্রামের মজিবর মোল্যার ছেলে মো. শহিদুল মোল্যা (৩০), ছোলনা গ্রামের মাহফুজ শেখ (২২)।
এলাকা ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কে মুজুরদিয়া রাস্তার পাশে গরু বাধা ছিল মুজুরদিয়া গ্রামের সুজন মোল্যার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চোরের দল মাহিন্দ্র বলরা পিকআপ রাস্তায় দাড় করিয়ে ওই গরু খুলে গাড়িতে উঠাতে গেলে পথচারী এক ইজিবাইক চালক দেখে ডাক চিৎকার দেয়। ডাক চিৎকার শুনে চোরের দল গরু রেখে তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। গাড়ি চালিয়ে কিছু দুর গেলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাতে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শরিফুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তিন জনের মধ্যে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। আরেকজনকে হাসপাতালে ভর্তি করে। চোরাই কাজে ব্যহৃত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গরু চুরি করার সময় জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় গাড়ি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় জনতা ওই গাড়িতে থাকা তিন চোরকে আটক করে। আটকের পর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তিনজনের মধ্যে একজন আহত হয়। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Print [1]