ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার গণ সমাবেশ

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ মহান বিজয দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আ.লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা জনতার গণসমাবেশ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় তারাগুনিয়া ডাক বাংলো চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

৭৫ (কুষ্টিয়া) ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম শেলি দেওয়ান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু, ৭৫ (কুষ্টিয়া) ১ আসনের সাবেক সাংসদ দৌলতপুর আ.লীগের দীর্ঘ দিনের সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তান দৌলতপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোল্লা মোঃ চঞ্চল প্রমুখ।

সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ, জেলা পরিষদের সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মাননীয় সংসদ সদস্যের হাত ধরেই দৌলতপুর উপজেলা আ.লীগকে আরো শক্তিশালী করে তুলব এবং বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারী ও প্রতিহত করার ঘোষণা আসে বক্তাদের মুখ থেকে। উল্লেখ্য সমাবেশ শেষে দৌলতপুর কলেজের অধ্যাপক ও দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও  দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশ বরেণ্য সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করে।