ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি পরীক্ষা 

পটুয়াখালী দশমিনা উপজেলায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সনে ৬ষ্ঠ শ্রেনীতে মঙ্গবার সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সনে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রচার কারার পর দুইশত বিশ আসনের বিপরীতে তিনশত ফরম বিক্রি করা হয়। আজ তিনশত ছাত্র-ছাত্রীর মেধা যাচায়ের পরীক্ষা অনিষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভপতি মো.মহিউদ্দিন আল হেলাল বলেন, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা হচ্ছে। এর মাধ্যমে মেধা তালিকা অনুসারে  শিক্ষার্থী  ভর্তি করা হবে। এরাই আগামীতে পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এরাই আগামীর আশার আলো। এখানে স্বজনপ্রীতির কোন স্থান নেই। প্রতিটি পরীক্ষা কক্ষে একজন করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরীক্ষা গ্রহনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।