
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় জনসচেতনতা মূলক সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১০০ জন নির্বাচিত খামারিদের মাঝে ভিটামিন পাউডার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্ব এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলামসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
সভাপতির বক্তব্য ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বহুমুখী উদ্যোগ ও প্রণোদনার ফলে আজ দেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকল্পে ” আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্প” গ্রহন করেছেন এর ফলে দেশের আমিষের চাহিদা পুরনের পাশাপাশি কর্মসংস্থান এর সৃষ্টি হবে যা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট -২০৩০ এর লক্ষ্যসমূহ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য স্টেরয়েড হরমোন, এন্টিবায়োটিক ব্যতীত নিরাপদ পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে প্রাণিসম্পদ অধিদপ্তর আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের কার্যক্রম গ্রহণ করেছে।
Print [1]