বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমির সীমানা পিলার ও জমিতে থাকা ২০টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার (১ জানুয়ারি) ভুক্তভোগী মোঃ লিয়াকত আলী (৬৮) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মোঃ লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের নুরু মাতুব্বরের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নুরু মাতুব্বরের নেতৃত্বে আরবান তালুকদার, চান্দু শেখ, বাবলু খাঁনসহ দেশীয় অস্ত্র নিয়ে লিয়াকত আলীর জমির সীমানা পিলার ও ২০টি মেহগনিগাছ কেটে ফেলে। এতে বাধা দেওয়ায় মোঃ লিয়াকত আলী ও তাঁর লোকজনকে অকথ্য ভাষায় গলমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর লিয়াকত আলী বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত নুরু মাতুব্বর বলেন, এই জমি নিয়ে এলাকায় ও থানায় অনেকবার সালিশ মীমাংসা হলেও লিয়াকত আলী মেনে নেননি। গত শনিবার স্থানীয় আমিন দিয়ে মাপজোপ করা হলে যার যার সীমানায় পিলার পুঁতে দেয়া হয়। তিনিও এটাও মেনে নিতে পারেন নি। তার বাগানের গাছ কে বা কারা কেটেছে আমার জানা নেই। শুনেছি গতকাল আমিসহ মোট চারজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।