রাজশাহী ব্যুরোঃ “সবাই মিলে দিবো কর, দেশ হবে স্বনির্ভর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২২ অনুষ্ঠিত হয়েছে। এবছরের সেরা কর দাতা হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল। কর অঞ্চল রাজশাহীর পক্ষ থেকে বেলাল উদ্দিন সোহেল’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) নগরীর সিএন্ডবি মোড়স্থ নানকিং দরবার হলে বেলা সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল-রাজশাহীর আয়োজনে কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার মোঃ নুরুজ্জামান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ( কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) মিজ্ শাহীন আক্তার সেরা করদাতাদের প্রদান সম্মাননা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী’র এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মোঃ শামীমুর রহমান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজশাহীর সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার (রেঞ্জ-১) ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ্ শাহীন আক্তার বলেন, কর দেব এজন্য, এদেশ আমার, এদেশ আমাদের, এদেশকে গড়ে তুলতে হবে আমাদেরই। কাজেই নিয়মিত কর দেবেন। আপনাদের দেয়া একটু একটু করের টাকায় দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা আমাদের নিজস্ব টাকায় দেশের উন্নয়ন করতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের এ সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে, আপনাদের সহযোগিতা অনস্বীকার্য। আপনাদের সহযোগিতায় এদেশ ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশে পৌছে গেছে। তাই আমরা বদলে যাবো, আমরা বদলে দেব। আপনাদের সকলের সহযোগিতায় দেশ উন্নত দেশে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে সেরা কর দাতা বেলাল উদ্দিন সোহেল সাংবাদিকদের বলেল, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে নিরলস কাজ করে যাচ্ছে চার বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। আমাদের প্রধানমন্ত্রী এদেশের জনগণের খাদ্য, বাসস্থান, শিক্ষিত জাতি গঠনের প্রতিশ্রুতির চ্যালেঞ্জ নিয়ে রুপকল্প ২০২১ বাস্তবায়ন করেছে। এবার ৪১ সালে উন্নত দেশে গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে। আমি দেশরত্ন শেখ হাসিনা ও তার দলের একজন খুদ্র কর্মী। দেশের স্বার্থে আমি বেশি বেশি কর প্রদান করেছি। তাই বলবো, আমরা সবাই দেশের উন্নয়নের স্বার্থে বেশি বেশি কর দিবো।
উল্লেখ্য, বেলাল উদ্দিন সোহেলের অনেকগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলেও মেসার্স ফারাবি এন্টারপ্রাইজ (ইনপোর্ট), মেসার্স ফারান এন্টারপ্রাইজ (ঠিকাদার) ও মায়ের দোয়া মৎস খামার উল্লেখযোগ্য। তিনি এই সকল প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ কর প্রদান করেছেন।
এছাড়াও এই অনুষ্ঠানে রাজশাহী কর-অঞ্চলের ছয়টি ইউনিটঃ রাজশাহী জেলা, রাজশাহী সিটি কর্পোরেশন, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলা ও পাবনা জেলার করদাতাদের মধ্যে মোট ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননায় সনদ, ক্রেস্ট ও গিফট ব্যাগ তাদের হাতে তুলে দেয়া হয়।
Print [1]