ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ, বিশ্ব মুসলিমের জন্য দোয়া

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার : বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত শুরু হয়।

আজ সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রায় ২৫ মিনিট ধরে টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসলিম হাত তুলে আকুতি মিনতি জানান।

মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক সুদর্শন মধুর কণ্ঠস্বর কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের হোসেন সাহেব।

দাকোপ উপজেলার কিছু ইসলামি পাগলের পাটানো ছবি ও ভিডিও ফুটেজর মধ্যেমে জানা যায়, সকাল ১০টা ৩০ মিনিটে ১ম পূর্বের আখেরি মোনাজাত শেষ হয়।

মোনাজাতের পূর্বে সকালে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েত মুলক বয়ান তাসরিফ আনেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের হোসেন সাহেব।

তাড়াছা আখেরি মোনাজাতের পূর্বে বিশেষ বয়ান করেন সুনামধন্য ভারত থেকে আগত ভারতের মাওলানা আবদুর রহমান সাহেব।

আব্দুর রহমান সাহেবের বিশেষ আলোচনা বাংলায় অনুবাদ করেন, বাংলাদেশের আবদুল মতিন সাহেব।

সারা বিশ্ব মুসলিম উম্মের জন্য আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বের বদায় ইতি ঘটে।