ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন প্রধান শিক্ষকেরর পদ শূন্য

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১০২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছে। চলতি দায়িত্বে হিসেবে প্রধান শিক্ষক পদে রয়েছে ৩৪ জন। প্রধান শিক্ষক পদে শূন্য রয়েছে ১৩ টি। সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ৭৪ টি। ৭৪ টির মধ্যে প্রাক প্রাথমিকে নবশিষ্ট পদ শূন্য ৩৩ টি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বলেন, প্রাধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৩টি। ৩৪টি পদে চলতি দায়িত্বে ৩৪ জন শিক্ষক রয়েছে। সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিক নবশিষ্ট শিক্ষক পদ শূন্য আছে ৭৪ টি। এর মধ্যে সহকারী শিক্ষক পদে ৬৪ জন নিয়োগ পেয়েছে। নিয়োগ প্রাপ্তরা চলতি মাসের ২২ তারিখের মধ্যে যোগদান করার কথা।