ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দৌলতপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ‘সকলের জন্য সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের প্রাপ্যতা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার-এর সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। উপস্থিত ছিলেন, দৌলতপুর সমাজ সেবা কর্তকর্তা মো. ছানোয়ার আলী, দৌলতপুর জনস্বাস্থ্য উপ-প্রকৗশলী মো. খাদেমুল ইসলাম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

কর্মশালায় সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, সুশীলন সংস্থার উপ-পরিচালক রফিকুল হক। কর্মশালা পরিচালনা করেন, সুশীলন দৌলতপুর উপজেলা সমন্বয়কারী কামাল হোসেন শেখ। অবহিতকরণ কর্মশালায় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ঈমাম ও সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।