মোঃ বেল্লা হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ শুভ উদ্ধোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভ্যানুতে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তার মোঃ আল মামুন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ খালিদ হোসেন, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক -শিক্ষিকা সহ প্রতিযোগিতায় অংশগ্রহন কারি শিক্ষার্থী গন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার মোঃ আল মামুন বলেন, সুষ্ঠ দেহ সুস্থমন গঠনে উপজেলায় ১৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৭ টি ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারি শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা ও বিভাগে অংশগ্রহন করবে।
Print [1]