ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিএনপি—জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে যুবলীগের শান্তি সমাবেশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি—জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী পৌরসদরের প্রধান সড়কে সোনালী ব্যাংকের মোড়ে উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু। উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটুর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান রাহাত, সদস্য দাউদুজ্জামান ও শুভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, শফিউল্যাহ শাফি, সদস্য ওবায়দুর রহমান মৃধা, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক পরশ শিকদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দলের মধ্যে কেউ বিবেদ সৃষ্টি করবেন না। দলকে ভাগ করার চেষ্টা করলে কেউ ছাড় পাবেন না। বোয়ালমারীতে কয়েকজন দলের দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করার চেষ্টা করছেন। যারা গ্রুপিংয়ের চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি—জামাত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সেটাকে প্রতিহত করবে। তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এদেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এদেশের অর্থনৈতিক মুক্তি। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের সাথে যুবলীগ মাঠে থাকবে।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার বিকেলে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবেন।