ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ব্র্যাকের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রনে কর্মশালা অনুষ্ঠিত

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার বেলা ১১ টায় ব্র্যাকের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রনে সচেতনতা বৃদ্ধির লক্ষে টিবি, এইচ আই,ভি, ম্যালেরিয়া, কোভিড ১৯ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

হোগলবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ লোকমান হোসেন বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি লসকর, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), ডাঃ মোঃ সুমন আলী ইউপি সদস্য মোঃ আমিন উদ্দিন, মোঃ মাহাবুল ইসলাম, ব্র্যাকের মোঃ মোজাম্মেল হক, সমাজ সেবক মোঃ আক্কাচ আলী। এ কর্মশালায় হোগলবাড়ীয়া ইউপির পুরুষ ও মহিলা ইউপি সদস্য অংশ নেয়।