ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দশমিনায় ৬ দোকান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় দোকানে মূল্য তালিকা না রাখায় ছয় দোকান মালিকককে জরিমানা করা হয়েছে।
জানা যায় রমজানকে সামনে রেখে মালামালের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য উপজেলার বিভিন্ন দোকানে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তেরের সহকারি পরিচালক সাহ সোহেব অভিযান পরিচালনা করে ছয় দোকান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করনা হয়। এ সময় অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) হুমায়ুন সহ সঙ্গীয় ফোর্স।
পটুয়াখালী জেলার দায়িত্ব প্রাপ্ত ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহ পরিচালক সাহ সোহেব বলেন দশমিনা উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। যে সকল দোকানে জিনিস পত্রের মূল্য তালিকা নাই এবং মালামালের দাম বেশি রাখায় ( হাজি ফ্যাশন, পন্যমেলা কসমেটিকস, মেসার্স রংধনু ব্রাদার্স, সাকিবুল স্টোর্স, মোকলেচ স্টোর্স, মা-বাবর আর্শিবাদ ভান্ডার) ছয় দোকান মালিককে ১৬হাজার টাকা জরিমানা কারা হয় এবং অন্যন্য সকল দোকান মালিকদের শতর্ক করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।