ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

রাণীশংকৈলে ৩ টি গরু পিকআপ ভ্যান সহ গ্রেফতার ৪ জন ।

মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদনী পৌর শহরের এলাকা হতে ৩টি গরু পিকআপ ভ্যান সহ ৪ জন ব্যাক্তিকে গ্রেফতার করেছেন রাণীশংকৈল থানা পুলিশ।

আটক কৃত ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার শ্রী খলিল চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র শীল (৪৫) হরিপুর উপজেলার আঃ খালেকের ছেলে খাদেমুল ইসলাম (২৭) ঠাকুরগাঁও সদর শাহাজাহান আলীর ছেলে বিপ্লব হোসেন (২০) ঠাকুরগাঁও সদর সিরাজুলের ছেলে পিকআপ ড্রাইভার রিপন আলী (৩৫)  এ বিষয়ে রানীশংকৈল থানায় প্রত্যেকের নামে মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং ১৯ এবং ধারা ৪৫৭/৩৮০/৪১১/৪১৩/ এদের প্রত্যেককে ঠাকুরগাঁও জেলা জেলহাজতে প্রেরণ করা হয় । এ বিষয়ে রানিশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেষ।