কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার : আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস’২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের উদ্দেশ্যে নাগরপুরে উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সূর্য শিক্ষা পরিবারের সূর্য আইডিয়াল স্কুল, বনগ্রাম,গয়হাটা শাখায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ ঘটিকার সময় সূর্য আইডিয়াল স্কুল, বনগ্রাম,গয়হাটা শাখার অফিস কক্ষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস-রাষ্ট্রবিজ্ঞান)এর সভাপতিত্বে, সূর্য আইডিয়াল স্কুল,বনগ্রাম শাখার প্রধানশিক্ষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজি মোস্তফা রুমির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সূর্য আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষিকা সেতু আক্তার, সাবিয়া সুলতানা, সহকারী শিক্ষক মোঃ আজাদ মিয়া ও বিপ্লব হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভায় ২১শে ফেব্রুয়ারি’২৩ অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস কিভাবে উদযাপন করা যায় তা নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে থাকবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। সবশেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা, যা ২১শে ফেব্রুয়ারি’২৩ সকাল সাড়ে ৯ ঘটিকা হতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উক্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৩ উদযাপন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য বিনীত আহবান জানানো হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক
,
আপলোডের সময় :
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ,
আজকের সময় :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
সূর্য আইডিয়াল স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Print [1]