ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

মাহফুজ রিপন, বিশেষ প্রতিবেদকঃ   খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহসপতি বার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিপন বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার. খোকসা, কুষ্টিয়া। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহম্মদ বেলাল উদ্দিন, অধ্যক্ষ, খোকসা সরকারি কলেজ এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর টিম ম্যানেজার জনাব আব্দুল্লাহ মুহম্মদ কুরাইশী।

এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মিলন হোসেন খান, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, খোকসা উপজেলার বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলিম রেজা এবং মনিটরিং অফিসার মোঃ কামরুজ্জামান। কর্মশালায় খোকসা উপজেলার ৩১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন।