ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

বোয়ালমারীতে দুই ভ্যান চালকের বাড়িঘর পুড়ে ছাই

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মন্টু শেখ ও জাকির শেখ নামে দুই ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে শুক্রবার, (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ময়না গ্রামের মান্দার তলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মন্টু শেখের স্ত্রী রুপি বেগম রান্নাঘরে রান্না করা অবস্থায় অসাবধানতা বসত আগুন লেগে যায়। এ সময় পাশে থাকা মন্টু শেখের (৫৫) বসতঘর ও তার ছেলে জাকির শেখের (২৭) বসতঘরে রান্নাঘর থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি টিনের বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। আগুনে একই বাড়ির কয়েকটি ঘর পুড়ে গেলেও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আরো ১০-১২টি বাড়িঘর আগুন নিয়ন্ত্রণ করে রক্ষা করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফিরোজুল হাসান নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মিজানুর রহমান জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই বাড়ির তিনটি বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশেপাশের আরো কমপক্ষে ১০টি বাড়িঘরকে আমরা আগুন নিয়ন্ত্রণ করে রক্ষা করতে পেরেছি।