কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ভিডব্লিউবি চক্রের উপকারভোগী ২০২৩-২৪ সালের কার্ড অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। আজ সকাল দশটায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্ড বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময়ে রাজপথ কাঁপানো সাবেক তুখোড় ছাত্র ও যুবনেতা, অনলবর্ষী বক্তা, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী। কার্ড বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত সদস্য মো: রহম আলী মিয়া। উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য মোঃ দুলাল মিয়া সহ নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল সদস্যগণ। কার্ড বিতরণ পর্ব শেষ হওয়ার পরে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সাথে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়। তিনি গণমাধ্যমকে জানান- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ভিডব্লিউবি চক্রের সুবিধাভোগী অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল। আমরা নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই কার্ডটি বিতরণ করা হলো। এই কার্ডের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষ বিভিন্ন রকম সুবিধা ভোগ করতে পারবে। আমি নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, অসহায় দুঃস্থ মানুষের মাঝে এই কার্ড ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই কার্ড প্রদানের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে আশা রাখছি।