ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা

ফরিদ আহমেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে দৌলতপুর উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিনসহ ক্লাবের সকল সদস্য।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।