রাজশাহী ব্যুরোঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধ জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। ২১ ফেব্রুয়ারি (সোমবার ) সকাল ৮ টায় রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো রাশেদ আলি, সর্দার জহুরুল ইসলাম, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু,মারুফ হোসেন,এম এ তাহের প্রমুখ।এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন,মোল্লা সানজিদুল ইসলাম সুর্য,সজিব ওয়াজেদ জয়,আবু সাইদ সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা এবং আপোষহীন দেশনেত্রী বেগম জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু করে দোয়া-মোনাজাত করা হয়েছে৷
Print [1]