মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) নিউজ পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যান ও সচিবদের কাছে অর্থ দাবী করছে একটি প্রতারক চক্র। এরই মধ্যে উপজেলার চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফোন করে নগদ একাউন্টের মাধ্যমে ১৭ হাজার টাকা নিয়ে গেছে চক্রটি।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ ঘটনায় আজই দশমিনা থানায় সাধারণ ডায়েরী করা হবে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের “উপজেলা প্রশাসন দশমিনা” অফিসিয়াল আইডিতে এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউএনও’র সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে উপজেলার ৭নং চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির আহমেদ সরদারের কাছে কল করে একটি বিশেষ স্কীম পাশের কথা বলে টাকা দাবী করলে ওই চেয়ারম্যান প্রতারক চক্রটির কাছে মোবাইল ব্যাংকিং এর নগদ একাউন্টে ১৭ হাজার টাকা প্রদান করেন।
উপজেলার ২নং আলীপুরা ইউনিয়ন পরিষদের সচিব জাহিদুল ইসলাম জানান, প্রতারক চক্রটি ইউএনও’র সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে মঙ্গলবার সকালে আমাকে একাধিকবার কল দেয়। আমি বাথরুমে থাকায় রিসিভ করতে পারি নাই। বাথরুম থেকে বের হয়ে ওই নম্বরে কলব্যাক করি। কল না ঢুকলে ইউএনও মহোদয়ের ব্যক্তিগত ফোন নম্বরে কল করে জানতে পারি তিনি আমাকে কল করেন নাই।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রতারক চক্রের বিষয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে সর্বসাধারণকে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বলা হয়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এ ব্যাপারে ইউএনও মহোদয় আমাকে ফোনে জানিয়েছেন। জিডি করার পরই প্রতারক চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Print [1]