ফরিদ আহমেদঃ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বারখাদাস্থ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন, সমিতি বোর্ডের সহ-সভাপতি আলী রেজা খাঁন, সচিব আতিকুজ্জামান বিশ্বাস, কোষাধাক্ষ আব্দুর রহিম, এলাকা পরিচালক আরাফাত আলী, রেজওয়ান আলী খাঁন, সাজ্জাদ হোসেন রাকিব, আমিনুল হক, মোহাম্মদ সুলতান মাহমুদ, পূজা পাল, তহমিনা ফেরদৌস, কাজী জীবন্নাহার। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোকসেমুল হাকিম, দোবাশীষ কুমার ভট্টচার্য, মির্জা কে ই তুহিন, আনন্দ কুমার কুন্ডু, আনসার আলী, মোহাম্মদ খাইরুল বাশার ভূইঁয়া, এজিএম আব্দুল হক, জসীম উদ্দিন, মনিরুল ইসলাম, ইমদাদুল হক, শাহিনুর আক্তার, শাহিনুর আলম মৃধা, শামীম হুসাইন, সালেকুর রহমান, জ্যোতি রায়, ওমর ফারুক, রওনক হোসেন, শাহিনা আক্তার, আশরাফুল ইসলাম, হাসানুজ্জামান, তানভির আনজুম জোয়ার্দ্দার, তাওফিকুর রহমান, কাজী মনিরুজ্জামান, শতদীপ সরকার প্রমুখ। এ সময়ে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন। এছাড়াও সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ নিজ নিজ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। পরে সভা মুলতবি ঘোষণা করা হয়। দুপুরে নতুন পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে পরিচালকদের ভোটে এক বছরের জন্য কাঞ্চন কুমার হালদার সভাপতি, তানজিলুর রহমান এনামকে সহ-সভাপতি, আব্দুর রজিমকে সচিব ও আমিনুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত হন।