ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী

ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডাঃ নাজনীন নাহান, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, ফজলুল হক বুলবুল, টিপু নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৩ জন খামারী তাদের পশু, পাখি, হাঁস, মুরগী প্রদর্শন করেন। শেষে সেরা খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়