বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের আপন ভাতিজা কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২) ও তার দুই সহযোগীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা বিশেষ অভিযান পরিচালনা করে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকালে লবণচরা থানার ডিউটি অফিসার এএসআই বিউটি পারভীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০।
কাজী আব্দুল্লাহ আল রশীদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের বাসিন্দা গ্রামের কাজী হারুনার রশীদের ছেলে এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলামের আপন ভাতিজা। সে বোয়ালমারী পৌরসভার ওয়াবদার মোড়ে কাজী শপিং কমপ্লেক্সের পরিচালক।
লবণচরা থানা পুলিশ জানায়, লবণচরা থানার একটি টিম সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক সী-ফুডের সামনে (সাচিবুনিয়া বিশ্বরোড হইতে বটিয়াঘাটা গামী রাস্তা) পাকা রস্তার উপর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কাজী হারুনার রশীদের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২) ও তার দুই সহযোগী মেগদাদ হোসেন আল আমিন (২৭) এবং কারিমুননেসা কেয়া (২৩)কে গ্রেপ্তার করে। এসময় ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের বহন করা একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-৩৪-২৫৭৩ জব্দ করা হয়।
জানা গেছে, কাজী আব্দুল্লাহ আল রশিদ এর আগেও একটি প্রতারণা মামলায় কারাগারে গিয়েছিলেন।
Print [1]