বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি ও স্বাস্থ্য বার্ধক্য সম্পর্কে কর্মশালা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মশালায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি ও স্বাস্থ্য বার্ধক্য সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম নাহিদ আল রাকিব এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, ফরিদপুর সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওয়াহিদুল ইসলাম, ডা. মাহমুদুর রহমান, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি অ্যাড. কোরবান আলী। কর্মশালার সঞ্চলনায় ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফরিদুল ইসলাম। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Print [1]