ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মহান স্বাধীনতা মাসের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলেন আওয়ামীলীগ নেতা তারেক শামস্ খান হিমু

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: স্বাধীনতা… প্রতিটি জাতির কাছেই শব্দটি এক আবেগের নাম, এক ভালোবাসার নাম। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটি রুপক অর্থে লেখা হলেও, আক্ষরিক অর্থেই কোনো দেশের স্বাধীনতা আনতে রক্তের বন্যা বয়ে যায়। মানুষ আসলে জন্মগতভাবে স্বাধীন হলেও প্রায়শই এই স্বাধীনতা হরণ করে নেয় কিছু হানাদার দস্যু।

আমাদের দেশও এর ব্যতিক্রম নয়, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পুরোপুরি বিজয় অর্জন করে বাংলাদেশ। আর এই মহান স্বাধীনতার ঘোষণাটি আসে ২৬ মার্চে। এজন্যই দিনটি বাঙালি জাতির জন্য খুবই বিশেষ এক দিন। এই দিনে আমরা মহান মুক্তিযুদ্ধের স্মরণে বিভিন্ন আয়োজন করে থাকি, আর আলোচনা সমালোচনার ফাঁকে নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাসে চোখ বুলাই।

এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবসের মাস মার্চের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করলেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজপথ কাঁপানো সাবেক তুখোড় ছাত্র ও যুবনেতা, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।

এ বিষয়ে জননেতা তারেক শামস্ খান হিমু’র সাথে গণমাধ্যমের কথা হয়।

তিনি গণমাধ্যমকে বলেন- ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। শুধু তাই নয় মার্চ মাস আমাদের বাঙালি ইতিহাসের অন্যতম মাস।

তাই এই মার্চ মাসের শুরুতে আসুন স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সাহসী বীরদের শ্রদ্ধা জানাই, যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন দান করেছে।

যারা সকল দেশবাসীর কাছে গর্বিত, যারা সমস্ত জাতিকে শক্তিশালী করে তুলেছে তাদেরকে আবারো জানাই শত কোটি সালাম।