ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নেতাকর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন সাংসদ সেলিম 

মো.আককাস আলী:নেতাকর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতীর পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন
নওগাঁ -৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। এসময় সাংসদের সঙ্গে ছিলেন বদলগাছির নেতাকর্মীরা । তিনি আল্লাহর দরবারে এই মহামানবের জন্য দোয়া প্রার্থনা করেন। সাংসদ বলেন,এই মহামানবের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে মাথা উঁচু করে উড়ত না। স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসরেরা আজও এই সোনার বাংলাকে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।