1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দৌলতপুরে তামাকপাতা পোড়াতে জ্বালানো হচ্ছে কেমিক্যাল মিশ্রিত কাপড়ের ঝুট - dailynewsbangla
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ নিখোঁজ মৎস্যজীবীর লাশ ৩ কিলোমিটার ভাটিতে ভেসে উঠলো  দৌলতপুর সীমান্তে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস পালিত

দৌলতপুরে তামাকপাতা পোড়াতে জ্বালানো হচ্ছে কেমিক্যাল মিশ্রিত কাপড়ের ঝুট

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে তামাকপাতা পোড়ানোর খরচ বাঁচাতে জ্বালানো হচ্ছে কাপড়ের ঝুট। প্রতি বিঘা জমির তামাকপাতা পোড়াতে ঝুট লাগছে ৩০ থেকে ৩৫ মন।কেমিক্যাল মিশ্রিত এসব ঝুটের কালো ধোঁয়া ও তামাকের গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই।

এমনিতেই তামাক উৎপাদনে বাংলাদেশের মানচিত্রে দৌলতপুর জ্বলজ্বল করে বহুবছর। এবছর কাগজের হিসাবে তামাক চাষ বেশ খানেকটা কমলেও বিপত্তি ঘটেছে অন্যখানে, তামাক চাষীরা তামাক পোড়ানোর যে বিশেষ ধরনের ভাটা ব্যাবহার করেন তার জ্বালানী হিসাবে গত কয়েকবছর যোগ হয়েছে পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৌলতপুর এর আরএমও ডা.শামসুল আরেফীন সুলভ বলেন, এই ঝুট কাপড় খোলা জায়গায় ব্যাবহার করলে তা মারাত্মক ভাবে বায়ূ দুষণ করে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের বড় ধরনের নানান অসুখের ভয় থাকে। বিশেষ করে শ্বাসকষ্ট, হাপানি, হৃদরোগ সহ নানান জটিল ও কঠিন রোগের সম্ভাবনা থাকে।
জনস্বাস্থ্য রক্ষায় জরুরিভিত্তিতে তামাক চাষ ও ঝুট পোড়ানো বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।

ভয়াবহ হলেও সত্যি, দৌলতপুরে লোকালয়ে অধিকাংশ এলাকায় মৌসুমে চলছে ঝুট পোড়ানো তামাকের ভাটা। বসত ঘরের কোল ঘেষে গড়েতুলেছে ঝুকিপুর্ণ তামাকের ভাটা। বাদ পড়েনি শিশুদের শিক্ষা কেন্দ্রের পাশও।
দিনের বেলায় রাস্তাজুড়ে পরিত্যক্ত কাপড় (ঝুট) ছড়িয়ে ছিটিয়ে রাখাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও গাড়ি চালকদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যমকে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নির্দেশ থাকলেও মনিটরিং না থাকায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক তারের নীচে চলছে ঝুকিপূর্ণ তামাকের ভাটা। এ প্রসঙ্গে দৌলতপুর জোনাল অফিসের বিদ্যুৎ বিভাগের গাফিলতির কথাও তুলে ধরেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ