ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বোয়ালমারীতে নারী  দিবস পালন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে একটি র্যালি পৌর বাজারের বিভিন্ন সড়কগুলি প্রদিক্ষন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু,
 উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী।