বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শামিম মোল্লা নামে একজন নিহতের পর সুমাইয়া ইসলাম নামে অপর আরোহী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তারা সম্পর্কে বিয়াই ও বিয়াইন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই শামিম মোল্যা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যায়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় অপর দুই আরোহী শফিকুল ইসলাম (২২) ও সুমাইয়া ইসলামকে (১৯) উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সুমাইয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা তিনজনই বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারন-মধ্যেরগাতী এলাকার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্যার ছেলে রাজমিস্ত্রী শামিম মোল্যা, চাচাতো ভাই মফিজুল ইসলাম ও তাদের বেয়াইন সুমাইয়া ইসলাম মোটরসাইকেল যোগে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে সহস্রাইল বাজারের দিকে যাচ্ছিলেন। তারা শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আরেকটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ সময় রাস্তার পাশের গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে শামিম মোল্যা ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা দুই আরোহী শফিকুল ইসলাম ও সুমাইয়া ইসলামকে (এইচএসসি পরীক্ষার্থী) উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুমাইয়া ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় মারা যায়।
বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলটি শামীম বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই শামীম মারা যায়। আহত অপর দুই আরোহীকে ফরিদপুর নেওয়ার পথে সুমাইয়া নামে আরেকজন মারা গেছে। তবে তাদের তিনজনের কারোই হেলমেট ছিলো না। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Print [1]