ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩ , আজকের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ ঢাকাস্থ দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ (শনিবার) ঢাকার একটি বুফে লাউঞ্জে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র ইন্সপেক্টর মাহাবুব আলম রশিদের সঞ্চালনায় ঢাকায় অবস্থানরত প্রায় ৭৬ জন শিক্ষার্থী আংশগ্রহন করেন।

সন্ধ্যা ৬:৩০ মিনিটে পরিচয় পর্ব দিয়ে শুরু হয়ে রাত ১০ মিনিট কমিটি গঠনের মধ্যে দিয়ে শেষ হয়।

প্রাক্ত সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিব, হাফিজ, আব্দুল্লাহ বিন আজিজ, তরিকুল হক, সাইফুল, শামসুজ্জামান, খায়রুল, হাকিম, জাকির হোসেন নান্টু, আব্দুল্লাহ আযম বিকো, ইন্সপেক্টর নওয়াব আলী, খাবির উদ্দিন, এ্যাডভকেট ফাহাদ মোহাম্মদ খান, মেজর আবুল কালাম, গ্রুপ ক্যাপ্টেন বুলবুল আহসান, ডা. বজলুর রশিদ সুমন, হাসানাত মিন্টু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৯৮০ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ হাফিজ’কে আহ্বায়ক ও মাহাবুল আলম রশিদ(১৯৮৯), খাবির(১৯৯১), স্বপন(১৯৯৩), আকরামুজ্জামান মিন্টু(১৯৯৭), এনামুল হক(১৯৯৮) ও আব্দুল্লাহ বিন জোহানী তুহিন(২০০৯) কে সদস্য করে ঢাকাস্থ দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সোসাইটি গঠন করা হয়।