ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩ , আজকের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র পুরো ক্যাম্পাস

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয়দের সাথে সংঘর্ষ জড়িয়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের ইটের আঘাতে প্রায় অর্ধশতাধিক  (শেষ খবর পাওয়া পর্যন্ত) শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর। এসময় বাসের লোকজনের হয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ঝগড়ায় জড়ান স্থানীয় এক যুবক। খবর পেয়ে বিভাগের ৩০/৪০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি থমথমে হয়। পরিস্থিতি শান্ত করতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া সেখানে উপস্থিত হন। এসময় স্থানীয়রা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়লে তারা ক্যাম্পাসে অবস্থান নেন।
খবরে সংলগ্ন মতিহার, বঙ্গবন্ধু, শের-ই-বাংলা, লতিফ, শাহ মখদুম, আমীর আলী হলের শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের ওপর ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে স্থানীয়রা। এসময় স্থানীয়দের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৩ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে একজন হলেন ছাত্রলীগ নেতা ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সোলাইমান। আহতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা ঘটনাস্থলে পুলিশ আসে