ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ক্রাচ বিতরন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ, সুন্দর হাতের লেখা, চিত্রাস্কন প্রতিযোগিতা, শিক্ষা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠিত ও ৭৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ২০টি বিশেষ চাহিদা সম্পন্ন, হুইল চেয়ার, ক্রাচ, হোর এইড, চশমা বিতরন করা হয়। রবিবার (১২ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান খাঁন, মো. সরোয়ার হোসেন, মো. বশির শরীফ, মো. টিপু সুলতান খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রকিবুল হাসান মিলন।