ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩ , আজকের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

রাবির প্রধান ফটকে শিক্ষার্থীদের অবরোধ

রাজশাহী ব্যুরোঃ ১১ তারিখ সন্ধ্যায় স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পদক্ষেপে গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীর উপর গুলির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জালিয়ে আন্দোলনে করেছে শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) বেলা ১টার দিকে রাজশাহী -ঢাকা মহাসড়ক আগুন জালিয়ে অবরোধ আন্দোলনকারীদের একাংশ শিক্ষার্থী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিনেট ভবনের সামনে ও প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ২ ভাগে বিভক্ত হয়ে হাজারো শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এছাড়াও মূল ফটকের সামনে রাজশাহী -ঢাকা মহাসড়কের অপর পাশে পুলিশকে অবস্থান করতেও দেখা গেছে।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।