ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ , আজকের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত

খন্দকার জালাল উদ্দিন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল­র দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলবাড়িয়া ইউনিয়নের স্বর্ণ পদক প্রাপ্ত সুযোগ্য চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কও, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাসির উদ্দিন বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো: লিয়াকত আলি, নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের সদস্য শ্রী দুলাল দেবনাথ, আলহাজ্ব গোলাম মুস্তাকিম লস্কর, মোঃ মনোয়ারুল হক মাস্টার, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক ও মোঃ শহিদুল্লাহ মাষ্টার, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস.এম. হাসান, মো: আক্কাস আলি সরর্দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুম নাসির উদ্দিন বিশ্বাস এর কর্মময় জীবন নিয়ে বক্তারা ব্যাপক আলোচনা করা হয়। শেষে বিজয়ী মেয়েদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহাজান আলীর বিদায় সংবর্ধনা দেয়া হয়।