ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সংঘর্ষে আওয়ামীলীগের দুই নেতাকে কারন দর্শানোর নোটিশ

মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আবদুল আজিজ ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদারকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
গত ১২ মার্চ রবিবার সকালে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে সন্মেলনে সংঘর্ষের ঘটনায় ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে নোটিশ দেওয়া হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের স্বক্ষরিত নোটিশে বলা হয়, গত ১২ মার্চ রনগোপালদী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আওয়মীলীগের ত্রিবার্ষিক সম্মেলন হবার কথা ছিল। জেলা আওয়ামীলীগ থেকে সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নেতাদের না জানিয়ে স্থান পরিবর্তন করেন নোটিশ পাওয়া দুই নেতা। এ ছাড়া দলের ভাবমূর্তি নষ্ঠ করার জন্য উপজেলা আওয়ামীলীগের নেতারা সম্মেলন স্থলে গেলে তাদের হামলা করে। সম্মেলন স্থলে প্রায় ১৫ জন আহত হয়। গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুসারে তাদের বিরুদ্ধে কেন সংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোমারেফ হোসেন বলেন রনগোপালদী আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে কারন দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। জেলা আওয়ামীরীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে এর অনুলিপি পাঠিয়েছি।

রনগোপালদী আওয়ামীলীগের সভাপতি আবদুল আজিজ ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার এ প্রতিনিধিকে মুঠো ফোনে জানা, আমার উপজেলায় বাহিরে আছি। নোটিশের বিষয় শুনেছি। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজে গাড়ি বহ নিয়ে সভা স্থলে গিয়ে তার অনুসারি লোককে পদ পাইয়ে দেয়ার জন্য ক্যাডারদিয়ে সভায় হামলা চালায়। ওই হামলায় নারী নেত্রী ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সহ ১৫ জন গুরুতর আহত হয়। আমি জেলা আওয়ামীলীগের সভাপতি কে জানিয়েিেছ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের একক, মনগড়া ও প্রতিহিংসার করনে আমাদের কারন দর্শনোর নোটিশ দিয়েছে।