ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা উপজেলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মানাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সাথে একযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৌলতপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.শাহীদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, দৌলতপুর থানার (ওসি) মজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন দৌলতপুর উপজেলা ফিল্ড সুপার ভাইজার জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা হায়দার আলী, ছাদিকুজ্জামান সুমনসহ স্থানীয় সুধীজন ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।