1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
টাঙ্গাইলে এক পৌরসভা ও দুই ইউনিয়নে ভোটগ্রহণ - dailynewsbangla
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি রূপগঞ্জ পূনর্গঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ     বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

টাঙ্গাইলে এক পৌরসভা ও দুই ইউনিয়নে ভোটগ্রহণ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে আজ ছিল একটি পৌরসভা ও দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এর মধ্যে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা, ঘাটাইল উপজেলার সাগরদীঘি ও নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ হয় শান্তিপূর্ণভাবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে তিন জন, নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও তিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নয়টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ১০৪টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে।ভোটার ছিল ৩৩ হাজার ৪৬৭ জন।

এছাড়াও সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নয়টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে ১৯ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ভোটার ছিল।

ভাড়রা উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের ৬৮টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৯৮৩ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

নির্বাচন সুষ্ঠু করতে ইউনিয়ন ও পৌরসভায় পর্যাপ্ত সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ